• সমগ্র বাংলা

ফরিদপুর সুষ্ঠ বিচারের দাবিতে ছাত্রলীগের শান্তি মিছিল

  • সমগ্র বাংলা
  • ২৫ এপ্রিল, ২০২৪ ২২:০৮:১৯

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগরে  সহিংসতায় দুইজন শ্রমিক নিহতের প্রতিবাদ ও দোষীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবীতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি মিছিল বের করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের  সভাপতি তানজিদুর রশিদ চৌধুরীর রিয়ান এর সভাপতিত্বে বৃহস্পতিবার ( ২৫ শে এপ্রিল)  সন্ধ্যা সাড়ে সাতটায়  শহরের  রুকসু ভবন হতে রাজেন্দ্র কলেজের মোড় পর্যন্ত এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। 

শান্তি মিছিলে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মীর মো শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারন সম্পাদক মেহেদি হাসান রানা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক। 

দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মধুখালির উপজেলার ডুমাইন  ইউনিয়নে সহোদর দুই ভাইকে হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান। এছাড়া দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো জানান।

মন্তব্য ( ০)





  • company_logo