• শিক্ষা

ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • শিক্ষা
  • ২৪ মার্চ, ২০২৪ ১৩:৫৫:৫৮

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর সৌজন্যে শিক্ষা সামগ্রী হিসাবে স্কুলব্যাগ,কলম, পেন্সিল,স্কেল, ইরেজার, শার্পনার বিতরণ করা হয়েছে। 

(২৪ মার্চ) রবিবার  ফরিদপুর হাউজিং এটেষ্ট বিদ্যালয় চত্বরে ৩৬৭ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরন করেন  ছিলেন জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার। 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই ভালমতো পড়াশুনা করবা। বাবা-মায়ের কথা শুনে চলবা। তোমাদের রেজাল্ট যদি ভালো হয় আগামীতে তোমাদের মাঝে আরো ভালো উপহার দেওয়া হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ইদ্রিস আলী মোল্যা, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার মিত্র, গভার্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম,এ জলিল, মোঃ শাহীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান লাভলু প্রমুখ।

 

মন্তব্য ( ০)





  • company_logo