• সমগ্র বাংলা

কুড়িগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২০ এপ্রিল, ২০২৪ ১৮:২৪:১৮

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভোরে টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ের আজম আলী (৩৪) নামে এক কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আজম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে। তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়ায় বসবাস করছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ফয়জার হোসেন । তিনি বলেন, আজ ফজরের আযানের সময় আজম আলী নিজ বাড়ীর টয়লেটে যাচ্ছিলেন। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে ঢুকে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী গ্রামের সৈয়দ জামান নামের এক ওঝার বাড়ীতে নিয়ে যায়। ওঝার ঝাড়-ফুঁকে কাজ না হওয়ায় আযম আলীকে চিলমারী স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo