• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায়

  • সমগ্র বাংলা
  • ২৪ এপ্রিল, ২০২৪ ১৫:৩৪:৫৮

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেদেঁ বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক নানা বয়সি মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মিলপাড়া শাহী মসজিদের ইমাম মাওলানা শরাফাত হুসাইন।

কুষ্টিয়ায় গত দুই সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে। নদী - নালা, খাল - বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলক‚প ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo