• সমগ্র বাংলা
  • লিড নিউজ

চট্টগ্রামে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন এক পাইলট

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৯ মে, ২০২৪ ১৯:০৫:৫১

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: আজ ৯ই মে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে এই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি। এতে অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এ ঘটনায় চিকিৎসা নিচ্ছেন অন্য কো-পাইলট সাইম। বৃহস্পতিবার ৯ মে, দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। 

তিনি বলেন, বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর YAK130 মডেলের বিমানটি নিয়ে উডেছিলেন দুইজন প্রশিক্ষক অসীম জাওয়াদ এবং উইং কমান্ডার সাইম কিন্তু কর্ণফুলীর উপর দিয়ে যাইতে না যাইতে বিমানের পিছনের অংশে আগুন ধরে যায়! দ্রুত প্যারাসুট দিয়ে তারা নেমে গেলে বিমানটি কর্ণফুলী নদীতে পতেঙ্গার ১১ নাম্বার ঘাটের দিকে বিদ্ধস্ত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo